ভারতের স্বাধীনতার লড়াইয়ের অন্যতম মুখ নেতাজি সুভাষচন্দ্র বসু একবার গিয়েছিলেন নবদ্বীপে। সেখানকার রাধারমন সেবাশ্রম আশ্রমে এসে আনন্দে ভরে গিয়েছিল তাঁর মন। তিনি লিখেছিলেন ‘নবদ্বীপের রাধারমন সেবাশ্রম আজ পরিদর্শন করিয়া বিশেষ আনন্দিত হইলাম, বহু লোক মুখে এই প্রতিষ্ঠানের সুখ্যাতি শুনিয়া আসিতেছি, আজ স্বচক্ষে দেখিয়া তৃপ্তি লাভ করিলাম।’ বহু পুরনো স্মৃতি বহন করে চলেছে এই আশ্রম। নবদ্বীপে ঘুরতে গিয়ে অনেকেই যান এই আশ্রমে। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।