ভারতে ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে টানা ১১ বার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণ দিলেন মোদী। লালকেল্লায় জাতির উদ্দেশে ১ ঘণ্টা ৪২ মিনিট বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখার সময় সরাসরি আরজি কর হাসপাতাল বা কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের নাম না নিলেও বুধবার দেশব্যাপী প্রতিবাদের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মোদী। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক সাজা পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারকে সুরক্ষা নিশ্চিত করার বার্তাও দিলেন তিনি। আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।