RG Kar Hospital: ‘নিরাপত্তার দায়িত্ব নিতে হবে’, হামলার পর দাবি বিক্ষোভরত ডাক্তার-নার্সদের – rg kar hospital doctors and nurses showing agitation in front of principal in demand of security after midnight attack incident watch video


আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে যখন মধ্যরাতে মেয়েদের রাস্তা দখলের ডাক দিয়ে আন্দোলন চলছিল, সেই সময়ে শতাধিক বহিরাগত হাসপাতালের ভিতরে ঢুকে মারধর, তাণ্ডব চালায় বলে অভিযোগ। বিপুল সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার পর এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন নার্স থেকে চিকিৎসকরা (RG Kar Doctor Death)। নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কাজে ফিরবেন না জুনিয়র ডাক্তারের পাশাপাশি নার্সরাও। কালকের ভয়াবহ ভাঙচুরের ঘটনার পর এমনই দাবি তুললেন তাঁরা। আজ সকালে অধ্যক্ষ আসতেই তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় চিকিত্সক থেকে নার্সরা। একাধিক আশ্বাস দেওয়ার পরেও ক্ষোভ মিটছে না বলে খবর। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *