Trinamool Congress Rally : আরজি কর নিয়ে বিরোধীদের মিথ্যা প্রচারের জবাব, শুক্রে রাজপথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী – mamamta banerjee will present at trinamool congress rally on friday


শুক্রবার, ১৬ অগস্ট একদিকে রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। ‘কর্মবিরতি’ করার আহ্বান জানানো হয়েছে বিজেপির তরফে। পালটা, বিজেপি-সিপিএম মিলে একযোগে আরজি করের ঘটনা নিয়ে ‘মিথ্যা প্রচার’ করছে এবং বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি তুলেছে তৃণমূল। শুক্রবারই বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ তুলে এবং মৃত চিকিৎসকের বিচারের দাবি জানিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস।বুধবার মধ্যরাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, স্লোগান তুলে রাস্তায় নেমেছিলেন মহিলারা। গোটা রাজ্য জুড়েই প্রতিবাদে সামিল হন মহিলারা। স্বতস্ফূর্ত মিছিল দেখা যায় কলকাতার বিভিন্ন জায়গায়। সেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে নির্ভর করেই এবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, তৃণমূলের মিছিলেও স্লোগান উঠবে- ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আগামীকাল বিকেল তিনটে থেকে মিছিল হবে মৌলালি মোড় থেকে। বেলা সাড়ে তিনটে থেকে জমায়েত শুরু হবে। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এই মিছিল। মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের সকল স্তরের মানুষকে এই মিছিলে আসার জন্য আবেদন জানিয়েছেন তিনি। বুধবারই একটি অনুষ্ঠান থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee : ‘রাজনৈতিক দলগুলি ঢুকে ঘোলা জলে মাছ ধরছে’, ক্ষোভ মুখ্যমন্ত্রীর

তবে, আগেই আরজি করের ঘটনায় বিরোধীদের মিথ্যাচারের দাবি তুলে লাগাতার কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করা হয়। আগামী ১৭ তারিখ থেকে গোটা রাজ্যের সব ব্লক, সব ওয়ার্ডে বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ তারিখ ধরনা হবে ব্লকে ব্লকে। এরপর ১৯ তারিখে রাখি পূর্ণিমা রয়েছে, সেই কারণে কোনও রাজনৈতিক কর্মসূচি হবে না। আগামী ২০ তারিখের পর থেকে নতুন কর্মসূচি এখনও ঘোষিত হয়নি।

‘বহিরাগত কিছু রাজনৈতিক লোক…’, আরজি করে হামলার ঘটনায় মুখ খুললেন মমতা
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন, আরজি করের ঘটনার তদন্ত ভার এখন আর কলকাতা পুলিশের হাতে নেই। সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিবিআইকে সবরকম সাহায্য করা হবে। আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পেছনেও ‘রাম-বাম’-এর হাত রয়েছে বলেও এদিন জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *