West Bengal Government,বাংলা বনধ মোকাবিলায় সক্রিয় রাজ্য, কয়েকটি ক্ষেত্র ছাড়া অনুমোদিত ছুটি বাতিল – west bengal government to prevent strike by suci issued notice


আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে এসইউসিআই। বনধ মোকাবিলায় ১৬ অগস্ট সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়ে বিজ্ঞপ্তি দিল নবান্ন। ওইদিন কোনও সরকারির কর্মী ক্যাসুয়াল লিভ নিতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।একদিকে, এসইউসির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ অন্যদিকে, বিজেপির দু’ঘণ্টার ‘কর্মবিরতির আবেদন’ মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। শুক্রবার দুই বিরোধী দলের ওই কর্মসূচিতে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না। ওইদিন অর্ধ দিবসের ছুটির জন্যেও আবেদন করা যাবে না। একমাত্র মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা জনিত কারণে ছুটি এবং ১৪ অগস্ট-এর আগে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছে এমন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়। কোনও কর্মচারী অনুপস্থিত থাকলে বেতন কেটে নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি (2)
সরকারি কর্মচারীদের উপস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি পরিবহণ পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হয়েছে। ওইদিন যাতে যান চলাচল কোনওভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। অপারেটরদের পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেতে হয়রানি? এ বার সরাসরি তা পরিবারের হাতে তুলে দিতে উদ্যোগী হচ্ছে পুলিশ
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার জানিয়েছেন, বনধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উপর প্রচুর প্রভাব পড়ে। তাই বনধ সংস্কৃতি রাজ্য সরকারের নীতি বিরুদ্ধ হওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *