AP Dhillon | Kolkata Rape And Murder Case: ‘পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো কি অভিশাপ’! গান বেঁধে চোখ ভেজালেন পঞ্জাবি পপ তারকা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিরোনামে এখন শুধুই আরজি কর হাসপাতাল (Kolkata Rape And Murder Case)। কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় রাজ্য থেকে দেশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে। আরজি কর কাণ্ডের ঝড় আছড়ে পড়েছে সমাজের বিভিন্ন প্রান্তে। সাধারণ থেকে সেলেব। সকলেই এই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস ঘটনায় নড়ে গিয়েছেন।

আরও পড়ুন: ‘এখনও তাঁর দোষ!’, আরজি কর কাণ্ডে গর্জালেন দুই ভারতীয় পেসার, আগুনে বুমরা-সিরাজ

এবার পঞ্জাবি ইন্দো-কানাডিয়ান পপ তারকা এপি ধিলোঁ (AP Dhillon) গান বাঁধলেন। তা পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ধিলোঁ গান পোস্ট করার আগে লিখেছেন, ‘আজ ঘুম থেকে উঠেই ভাবলাম আমার ভাবনা ভাগ করে নেব। আর এই একটা রাস্তাই আমার জানা আছে।’ ধিলোঁর গানের লাইনগুলির তর্জমা করলে দাঁড়ায়, ‘তিনি অনেক জীবন রক্ষা করেছেন। ঈশ্বর কীভাবে তাঁর ভাগ্যে এত করুণ পরিণতি লিখতে পারে? সবাই চেনে এমন জায়গায় সে নিরাপদও ছিল না। আজ আমরা সবাই একটাই প্রশ্ন করছি এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো কি অভিশাপ? ‘

https://www.instagram.com/stories/apdhillon/3435490455255925626/?hl=en 

https://www.instagram.com/stories/apdhillon/3435494219090058047/?hl=en 

আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। সমস্ত সরকারি মেডিক্য়াল কলেজে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার। চিকিত্‍সা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সময়সীমা আগেই আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগে ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী তদন্তের জন্য পুলিশকে রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। তিনি জানিয়ে ছিলেন রবিবারের ভিতর কিনারা না হলে, তদন্তভার তিনি নিজেই সিবিআইয়ের হাতে তুলে দেবেন। কিন্তু আদালতের নির্দেশে তার আগেই তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে। তদন্তের শুরু থেকেই রীতিমতো তৎপর সিবিআই। একাধিক আধিকারিককে তাঁরা তলব করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। পুলিশ তাঁদের হাতে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথিও তুলে দিয়েছে।

আরও পড়ুন: ‘১২ বছর পরেও…!’ সরব করিনা থেকে আলিয়া, ঝড় আছড়ে পড়ল বলিউডে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *