Dilip Ghosh: ‘পুলিশের চিকিৎসা করা বন্ধ করুন, ওরাই সবের মূলে’, চিকিৎসকদের পরামর্শ দিলীপের – dilip ghosh attacks on police on rg kar hospital incident watch video


আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। ন্যায় বিচারের আশায় রাজ্য থেকে দেশ এমনকী বিদেশের মাটিতেও নেমেছে প্রতিবাদ মিছিল। গত ১৪ অগষ্ট মেয়েদের রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিল পুরো বিশ্ব। এই পরিস্থিতিতেই সেদিন রাতে দুষ্কৃতিরা চড়াও হয়েছিল আরজি কর হাসপাতালে। প্রাণভয়ে এদিক ওদিক ছুটেছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন এদিন। ক্ষোভ উগরে পুলিশকে বয়কটের পরামর্শ দিয়েছেন দিলীপ। পাশাপাশি আরজি করকাণ্ডের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর কী বললেন তিনি এদিন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *