উলুবেড়িয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ১২২৪৫ আপ দুরন্ত বেঙ্গালুরু এক্সপ্রেস। বেলা ১২টার পর থেকে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে। চরম সমস্যায় পড়েন যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছে। রেল সূত্রের খবর, নতুন কোচ নিয়ে আসার পর ট্রেন গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেবে।
রেলের যাত্রীরা জানান, ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরেই তিনটি এসি কোচের ছাদ থেকে জল গড়িয়ে এসি প্যানেলে পড়তে থাকে। সেখান থেকে সিটের উপর জল পড়ায় সমস্যায় পড়তে হয় তাঁদের। অভিযোগ, সাঁতরাগাছি স্টেশনে ট্রেন পৌঁছনোর পর যাত্রীরা কোচ অ্যাটেনডেন্টদের বিষয়টিজানান। কিন্তু তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। পরে ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে পৌঁছলে যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এরপর থেকেই স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে। ট্রেন থেকে প্লাটফর্মে নেমে পড়েন যাত্রীরা।
এক যাত্রীর কথায়, ‘ট্রেন ছাড়ার পর বৃষ্টির জল ট্রেনের ছাদ থেকে এসি প্যানেলে পড়তে থাকে। অভিযোগ জানালেও রেলের লোক প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার কথা বলেন। জল পড়ার কারণে যাত্রীদের বসতে অসুবিধা হচ্ছিল। আমরা সাঁতরাগাছি স্টেশনে ট্রেন আসার পর বিষয়টি জানালেও কোনও কাজ না করায় উলুবেড়িয়া স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দিই।’ যাত্রীদের অভিযোগ, ট্রেন ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে এই ঘটনা। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে অন্য কোচ আনার পর এই কোচ বদলান পর ট্রেন রওনা দেবে।