আরজি করকাণ্ডের নারকীয় ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য থেকে দেশ তথা বিশ্ব। দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন পা মিলিয়েছেন তৃণমূলের মহিলা সাংসদ-বিধায়করাও। তালিকায় ছিলেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, শশী পাঁজা, লাভলি মৈত্র, অদিতি মুন্সি সহ অন্যরা। মুখ্যমন্ত্রী এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তিনি সোমবার মৃত চিকিৎসকের বাড়িতেও গিয়েছিলেন। এমনকী তাঁরা যা যা বলেছেন কলকাতা পুলিশও তাই তাই করেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরজি করকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিজের অনুভূতির কথাও শোনালেন। আসুন দেখে নিন এই ভিডিয়ো।