Siliguri News,ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার তিন নাবালক-সহ চার জন – jalpaiguri police arrest 4 from siliguri on crime against women case


এই সময়, শিলিগুড়ি: আরজি কর হাসপাতালের ঘটনার জেরে যখন গোটা রাজ্য অশান্ত, তখন শিলিগুড়িতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বাধীনতা দিবসে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। কিশোরী বাড়িতে ফিরে পরিবারের লোকেদের বিষয়টি জানায়। রাতে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে পরিবার।অভিযোগ পেয়ে রাতেই পুলিশ তিন নাবালক-সহ মোট চার জনকে গ্রেপ্তার করে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। পকসো ধারায় অভিযুক্ত করে আদালতে হাজির করানো হয় চার অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এবং নির্যাতিতার বাড়ি শিলিগুড়ি শহরে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত চার জনের মধ্যে এক নাবালকের সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় ওই কিশোরীর। ফোন নম্বর বিনিময়ও হয়। বৃহস্পতিবার কিশোরীকে ফোন করে নৌকাঘাট এলাকায় আসতে বলে ওই নাবালক। কিশোরী সেখানে গিয়ে বাকি তিন জনকে দেখতে পায়। এর পরে সকলে মিলে নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর ধারে একটি নির্জন এলাকায় যায়। সেখানেই গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, ‘ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পেলেই স্পষ্ট হবে বৃহস্পতিবার বিকেলে মহানন্দা নদীর পাড়ে কী হয়েছিল। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ধৃত চার জনের সম্পর্কেও তথ্য সংগ্রহে নেমেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *