আরজি করের ঘটনায় সিপিএম-বিজেপির ‘মিথ্যা প্রচার’-এর অভিযোগ তুলে শুক্রবার কলকাতায় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস। এ দিনের সেই মিছিল থেকেই বিরোধীদের একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের হামলার ঘটনায় সিপিএম-বিজেপিরই ‘চক্রান্ত’ রয়েছে বলেই দাবি করেন তিনি। মমতা বলেন, ‘একটা বোনকে বিপদে ফেলে শুধুমাত্র ভাঙচুর, ঠিক নয়। আমি জানি, সিপিএম, বিজেপি আরজি করে ভাঙচুর করেছে।’ সেই সঙ্গে তিনি রাজ্যে মহিলাদের গুরুত্ব কতটা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। চাকরি বাতিল প্রসঙ্গ তুলেও আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আর কী কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ভিডিয়ো।