আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগস্ট রাতে মেয়েদের রাত দখল’ কর্মসূচীতে লক্ষ্যাধিক মানুষের জমায়েত দেখেছিল শহর কলকাতা। পাশাপাশি চুপ থাকেননি টলিপাড়ার তারকারাও। প্রতিবাদে সেদিন কেউ পথে নেমেছিলেন। আবার কোনও তারকারা বাড়িতে থেকেই এই লড়াইয়ে শামিল হয়েছেন। সেদিন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শঙ্খধ্বনির ভিডিয়ো ছাড়ার মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। এছাড়া সমাজ মাধ্যমে ছাড়া একটি ভিডিয়োতে আরজি কর কাণ্ড নিয়ে বলতে গিয়ে চোখ জল দেখা গিয়েছিল তারকা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। রচনার কান্নাভেজা চোখে আর জি কর-এর প্রতিবাদে করা ভিডিওটি নিয়েও তাঁকে সমালোচনা করছেন নেটিজেনরা। এবারে এই নিয়ে পাল্টা দিলেন হুগলির তৃণমূল সাংসদ। কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।