Sourav Ganguly On RG Kar Case : ‘জানি না আমার বক্তব্যের কী ব্যাখা হয়েছে?’ আরজি কর কাণ্ডে ফের মন্তব্য সৌরভের – indian cricket team former captain sourav ganguly says his remarks on rg kar incident was misinterpreted watch video


আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য তথা দেশের সর্বত্র। পাশাপাশি ন্যায়বিচারের স্লোগান উঠেছে জার্মানিতেও। এই পরিস্থিতিতে বাংলার ক্রীড়া আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর নিয়ে মন্তব্য করেছিলেন। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাটিকে ”বিচ্ছিন্ন ঘটনা” বলেছিলেন তিনি। এরপরেই তাঁর এই মন্তব্য নিয়ে নিন্দায় সরব হয়েছেন অনেকেই। এবার ফের একবার আর জি কর ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। ঠিক কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *