RG Kar Incident : ‘আচমকাই হয় হামলা’, ১৪ অগস্ট রাতের দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন আক্রান্ত পুলিশকর্মী – rg kar medical college and hospital emergency ward vandalised at midnight injured police officer shared the experience watch video


১৪ অগস্ট মধ্যরাতের মেয়েদের রাস্তা দখল কর্মসূচির পর আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর হাসপাতাল চত্বর। হাসপাতালের মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য থেকে দেশ। বুধবার রাত দখল কর্মসূচীতে যখন শহরের রাজপথ অবরুদ্ধ, ঠিক সেই সময়ে দুষ্কৃতীরা তান্ডব চালায় হাসপাতালের ভিতরে ঢুকে। জরুরি বিভাগে কার্যত ভাঙচুর চালানো হয় বলে খবর। পুলিশদের লক্ষ্য করে ঢিলও ছোঁড়ে দুষ্কৃতিরা (RG Kar Hospital Incident)। সেই ঢিলের আঘাতেই গুরুতর আহত হন রাজ্য পুলিশে কর্মরত শান্তিপুরের মহিলা কনস্টেবল শম্পা মন্ডল। চোখে গভীর ক্ষত হওয়ায় শঙ্কিত পরিবারও। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *