১৪ অগস্ট মধ্যরাতের মেয়েদের রাস্তা দখল কর্মসূচির পর আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর হাসপাতাল চত্বর। হাসপাতালের মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য থেকে দেশ। বুধবার রাত দখল কর্মসূচীতে যখন শহরের রাজপথ অবরুদ্ধ, ঠিক সেই সময়ে দুষ্কৃতীরা তান্ডব চালায় হাসপাতালের ভিতরে ঢুকে। জরুরি বিভাগে কার্যত ভাঙচুর চালানো হয় বলে খবর। পুলিশদের লক্ষ্য করে ঢিলও ছোঁড়ে দুষ্কৃতিরা (RG Kar Hospital Incident)। সেই ঢিলের আঘাতেই গুরুতর আহত হন রাজ্য পুলিশে কর্মরত শান্তিপুরের মহিলা কনস্টেবল শম্পা মন্ডল। চোখে গভীর ক্ষত হওয়ায় শঙ্কিত পরিবারও। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।