জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর-কাণ্ডে (R G Kar Incident) তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে কেউ পথে নেমেছেন কেউ আবার সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ জানাচ্ছেন। রবিবার টলিউডের (Tollywood) তরফ থেকে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র ও অন্যান্যরা। তবে মিছিলে দেখা মেলেনি মিমির। তবে এবার নেটপাড়াতেই নিজের কথা তুলে ধরলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
আরও পড়ুন- Kaushik Ganguly: রবিবারেই মাতৃহারা কৌশিক, শেষকৃত্য করেই আরজি কর-কান্ডের প্রতিবাদ মিছিলে পরিচালক…
মিমি একটি পোস্ট শেয়ার করেছেন। সেই ছবিতে লেখা, ‘মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে, লিখুন ছেলেটি ধর্ষণ করেছে। মেয়েকে রক্ষা করতে হবে না। ছেলেকে শিক্ষা দিন। সুরক্ষিত থাকতে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। তাহলেই সব সুরক্ষিত থাকবে।’
আসলে মিমির এই পোস্টের নেপথ্যে রয়েছে অন্য একটি কারণ। সদ্য সরকারের তরফ থেকে নারী সুরক্ষায় নতুন কিছু নিয়মাবলীর কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে বিরত রাখা হবে। উল্লেখ না করে, মিমি সরকারের এই নীতির বিরুদ্ধেই সরব হয়েছেন। কেন মেয়েরা রাতে বাইরে থাকবেন না? সেই প্রশ্নই তুলেছেন। পাশাপাশি ছেলেদের সহবত শিক্ষা প্রয়োজন বলেও দাবি তুলেছেন। মিমিকে সমর্থন জানিয়েছেন রাইমা সেন থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তীও।
রবিবারের মিছিলে হাজির টলিউডের অনেকেই সরকারের নীতির বিরোধিতা করেছেন। পরমব্রত বলেন, ‘রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)