Eastern Railway: ট্রেনযাত্রী পরিজনকে খুঁজতে ট্রেন-কোচ ইন্ডিকেশন বোর্ড – eastern railway install indication boards at various stations


এই সময়: ট্রেন ছাড়ার সময় এগিয়ে আসছে? প্রবীণ এক পরিজনকে ওই ট্রেনে তুলে দিতে গিয়ে রীতিমতো দিশেহারা অবস্থা আপনার। ট্রেনের কামরার বাইরে লেখা নম্বরের দিকে নজর রেখে এগিয়ে যেতে গিয়ে প্রতি পদে যাত্রীদের ধাক্কা খাচ্ছেন? যাত্রীদের যাতে এমন সমস্যায় না পড়তে হয়, সে জন্য বিভিন্ন স্টেশনে ট্রেন এবং কোচ ইন্ডিকেশন বোর্ড বসানোর উপর জোর দিচ্ছে পূর্ব রেল।

কোনও ট্রেন কোনও স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ট্রেনের কোন কামরা প্ল্যাটফর্মের কোন জায়গায় থাকবে—সে সব বুঝতে যাত্রীদের যাতে সুবিধা হয়, সে জন্য ইন্ডিকেশন বোর্ড বসানোর এই উদ্যোগ।

পূর্ব রেল জানাচ্ছে, ট্রেন ইন্ডিকেশন বোর্ডের কাজ কোনও নির্দিষ্ট প্ল্যাটফর্মে কোনও ট্রেনের আসা ও যাওয়ার সময়সূচি সংক্রান্ত তথ্য দেয়। কোচ ইন্ডিকেশন বোর্ড জানিয়ে দেয়, প্ল্যাটফর্মে আসা ট্রেনের প্রতিটি কোচের অবস্থান সম্পর্কে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে পূর্ব রেলের সিগন্যাল ও টেলিকম বিভাগ যাত্রীদের অবস্থার উন্নতি করতে শিমুলতলা, বাসুকীনাথ, পাণ্ডবেশ্বর, সিউড়ি, বিদ্যাসাগর, দেওঘর, সাঁইথিয়া, আজিমগঞ্জ, নৈহাটি, শিবনারায়ণপুর, গিরিডি, শঙ্করপুর, লালগোলা, শান্তিপুর, জামতারা, পিরপৈতি, মুর্শিদাবাদ, চিত্তরঞ্জন এবং সুলতানগঞ্জ স্টেশনে এই বোর্ড বসানো হয়েছে। আগামী দিনে বেশ কিছু স্টেশনে এই বোর্ড বসবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *