Lovely Maitra Raksha Bandhan 2024 : সারা বছর বন্ধন অটুট রাখতে পুলিশকর্মীদের রাখি পরালেন লাভলি – tmc mla lovely maitra celebrated raksha bandhan with sonarpur police for details watch video


পুলিশ কর্মীদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক-অভিনেত্রী লাভলী মৈত্র। সোনারপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে এদিন রাখি পরিয়ে দেন তিনি (Raksha Bandhan 2024)। পাশাপাশি মিষ্টিমুখও করান (Lovely Maitra News)। তিনি বলেন, ‘পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি। উৎসবের সময় পুলিশকর্মীরা তাদের বাড়িতেও যেতে পারেন না।’ তাই প্রতিবছরই থানার পুলিশ কর্মীদের সাথে তিনি এই রাখি বন্ধন উৎসব পালন করেন বলেন জানান (Sonarpur News)। সবার উদ্দেশে রাখির শুভেচ্ছাও জানিয়েছেন লাভলি। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *