নির্যাতিতার শরীরে যে ১৫০ গ্রাম সেমেন পাওয়া গিয়েছে, এমন তথ্য ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। তবে, রিপোর্টে সেরকম কিছু উল্লেখ করা হয়নি। নির্যাতিতার ‘এন্ডোসার্ভিক্যাল ক্যানাল’ থেকে ‘সাদা ঘন চটচটে তরল’ সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে নির্যাতিতার যৌনাঙ্গ (জেনিটালিয়া)-র ওজন ‘১৫১ গ্রাম’ বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। সাদা চটচটে তরলের কথা উল্লেখ করা হয়েছে, সেটা কী বস্তু তা ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যাবে বলেই জানাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
মৃত্যুর আগে অসচেতন অবস্থায় তাঁকে ধর্ষণের ইঙ্গিত মিলছে রিপোর্টে। পাশাপাশি, নির্যাতিতার সারা শরীরে একাধিক নখের আঁচড়, কামড়ের চিহ্নও পাওয়া গিয়েছে। গোপনাঙ্গে পাওয়া তরল, কামড়ের ক্ষত থেকে পাওয়া লালারসের নমুনা পরীক্ষা করলে অপরাধী সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ অগস্ট আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের চার তলা থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ হয়। ঘটনায় তদন্ত করছে সিবিআই। নির্যাতিতার পরিবারের তরফে, বারবার দাবি করা হয়েছে এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়। মূল অপরাধের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহপ্রকাশ করছে তাঁরা। ঘটনার তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে।