Rahim Nabi On RG Kar Protest : ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিবাদ নিয়ে কী বললেন রহিম নবি? – east bengal and mohunbagan supporters seen together to protest in rg kar incident know reaction of syed rahim nabi watch video


রবিবার বাতিল হয়েছিল কলকাতার ডার্বি ম্যাচ। তারপরেই যুবভারতীর ভিআইপি গেটের ২০০ মিটার দূরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। সমর্থকদের সকলে ‘We Want Justice’ স্লোগান দিতে থাকে দীর্ঘক্ষণ ধরে। হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের। প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র যুবভারতী সংলগ্ন এলাকা (RG Kar Incident)। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবি প্রতিক্রিয়া দিলেন। তিনি বলেন, ‘আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের জন্য প্রতিবাদ চলছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই হয়তো খেলা হয়নি’। আরজি কর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে আমরা শান্তি চাই’। আর কী কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *