RG Kar Doctor Death : ‘ধর্নার নাম করে ডাক্তারবাবুরা ঘুরতে যাচ্ছেন’, চিকিৎসকদের একাংশকে কটাক্ষ তৃণমূল সাংসদের – bankura tmc mp arup chakraborty criticised a part of junior doctors over protesting in rg kar doctor death incident watch video


আরজি কর কাণ্ডের প্রতিবাদ রাজ্য আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিদেশেও একাধিক জায়গায় দেখা গিয়েছে কলকাতার এই নৃশংস ঘটনার প্রতিবাদ করতে। পাশাপাশি ১৮ অগস্ট যুবভারতীর ভিআইপি গেটের ২০০ মিটার দূরেই শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। সবমিলিয়ে এই টালমাটাল পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আন্দোলনের নামে একাংশ কাজে ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। সিপিএম ও বিজেপির নাম করে আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। পাশাপাশি সিপিএম-এর সঙ্গে চিকিৎসকদের গোপন আঁতাতেরও অভিযোগ তুললেন। ঠিক কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *