কমলাক্ষ ভট্টাচার্য: আরজি করে (R G Kar Incident) ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রবিবার রাস্তায় নেমেছিলেন টলিউডের অভিনেতা, টেকনিশিয়ান, পরিচালক-প্রযোজকরা। ‘সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস উপ আরজি কর’, স্লোগানিং করতে দেখা যায় শ্রাবন্তী, শুভশ্রীকে। মিছিলে পা মেলালেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দামের মতো একাধিক তারকা।
জি ২৪ ঘণ্টাকে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘বিচার যত তাড়াতাড়ি পাওয়া যায়, তত ভালো। কাজের জায়গায় সুরক্ষা। এটা মাস্ট। তাছাড়া আমাদের যতটুকু চাহিদা ছিল, আমরা (টলিপাড়া) লিখিত দিয়েছি। দেখা যাক, আশা তো আছে! ভবিষ্যতে যেন এগুলো আর না ঘটে! তার জন্য তো শুধু পুলিশ-প্রশাসনকে দায়ী করলে চলবে না। আমাদের পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত।’বরাবরই সংবেদশীল অভিনেতা বলেই পরিচিত শাশ্বত চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি একজন দায়িত্বশীল বাবা। তাঁরও কন্যা সন্তান হিয়াও আগামীতে অভিনয়ে আসতে চান।
অন্যদিকে রবিবার মায়ের মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করেই প্রতিবাদ মিছিলে হাজির হন কৌশিক গঙ্গোপাধ্যায়। পাশে ছিলেন চূর্ণী ও উজানও। এদিনে মিছিলে এসে কৌশিক বলেন, ‘আমাদের বাকস্বাধীনতা থাকা জরুরি, আমরা এভাবেই বড় হয়েছি।’ শাশুড়ি সম্পর্কে বলতে গিয়ে চূর্ণী বলেন, ‘মা মানুষ হিসাবে খুবই স্বাধীনচেতা ছিলেন। তিনি মনে করতেন যে নারীরা স্বাধীনভাবে ঘুরবে, ফিরবে, সব কাজ করবে। তাই আজকে উনি এমন একটা সময়ে চলে গেলেন যে আমার মনে হল উনি আমাদের বলে গেলেন যে তোমরা যাও। আমরা ন্যায় চাই। মেয়েরা রাতে বেরোবে না, এটা নিয়ম হতে পারে না। সুরক্ষা দেওয়াটা নিয়ম হতে হবে। এটাই আমাদের বক্তব্য’।
অন্যদিকে মিমি একটি পোস্ট শেয়ার করে তাঁর প্রতিবাদ জানিয়েছেন। সেই ছবিতে লেখা, ‘মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে, লিখুন ছেলেটি ধর্ষণ করেছে। মেয়েকে রক্ষা করতে হবে না। ছেলেকে শিক্ষা দিন। সুরক্ষিত থাকতে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। তাহলেই সব সুরক্ষিত থাকবে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)