রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তীকে রাখি পাঠানো হয়েছে। রাখিতে ধানের কারুকার্য দেখে মুগ্ধ তৃণমূল সাংসদ। পাশাপাশি এদিন অরূপ চক্রবর্তীকে রাখি পরালেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান। সাংসদ অরুপ চক্রবর্তী রাখি বন্ধন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সঙ্গে সকলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেন (Bankura MP Arup Chakraborty)। অন্যদিকে, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদারও রাখী বন্ধন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। গত বছর গুলির মতো এবারও মূখ্যমন্ত্রীর তরফে পাঠানো রাখি জেলায় এসেছে বলে তিনি জানান। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।