Potato Price Hike,ফের ধর্মঘটে আলু ব্যবসায়ীরা, আজ বৈঠক নবান্নে – potato traders are on strike again price hike


এই সময়: রাজ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী। জুলাইয়ে পাঁচ দিনের ধর্মঘটে আলুর দাম বেড়েছিল অনেকটাই। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বৈঠকে সমস্যা সাময়িক মেটে। পাইকারি আলু ব্যবসায়ীরা শনিবার জানিয়েছিলেন, সোমবার থেকে ধর্মঘটে যাবেন। এরই মধ্যে বাজারে আলুর দাম চড়তে শুরু করেছে।ব্যবসায়ীরা জানান, সরকারের আশ্বাসের পরেও ভিন্ রাজ্যে আলু পাঠাতে বাধা পাচ্ছেন। কৃষি এবং কৃষি বিপণন দপ্তর ব্যবসায়ীদের জানিয়েছে, আলোচনায় সমস্যা মেটানো হবে। আজ, মঙ্গলবার নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে দপ্তর। সরকারের আশঙ্কা, বাইরে আলু পাঠালে, উৎসবের মরশুমে রাজ্যে আলুর আকাল দেখা দিতে পারে।

এখন খুচরো বাজারে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দাম ৩০ ও ৩৫ টাকা কেজি। অভিযোগ, সোমবার থেকে ধর্মঘটের কথা রটে যাওয়ায় কিছু বাজারে দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে গিয়েছে। যদিও সুফল বাংলার স্টলগুলিতে জ্যোতি আলু ২৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই আবহেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়ায় বাজারে আলুর সঙ্কট নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংরক্ষণে জোর রাজ্যের

আগেই আলু চাষিদের সঙ্গে বৈঠক করেছিলেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। সোমবার প্রদীপ বলেন, ‘মঙ্গলবারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে বলেই তাঁরা ধর্মঘট পিছিয়ে দিয়েছেন। আমি আশাবাদী, বৈঠকের পরে সমস্যা মিটে যাবে।’

ভিন্ রাজ্যে আলু পাঠালে রাজ্যে আলুর ঘাটতি হতে পারে? প্রদীপের জবাব, ‘হতেও পারে, না-ও হতে পারে। বৈঠক শেষ হলে আমরা তা জানিয়ে দেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *