মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকেরা যাতে কাজে ফিরতে পারেন তাই তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বর জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই নিয়ে চিকিৎসকদের দাবি, আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনার কথা সামনে আসছে। অন্যদিকে, আগামী ২২ অগস্ট, সিবিআইকে তদন্তের স্টেটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। আর সেই দিকেই তাকিয়ে এখন চিকিৎসকরা। এই নিয়ে কী বলেছেন তাঁরা জেনে নিন বিস্তারিত এই ভিডিয়োতে।