Rg Kar Issue,রাজ্যপালকে চাপ দিয়ে কি রাষ্ট্রপতির কাছে সুপারিশ! প্রশ্ন তৃণমূলের – governor cv ananda bose recommend to president droupadi murmu on rg kar issue questions tmc


এই সময়, কলকাতা ও নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনাকে হাতিয়ার করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সংক্রান্ত কোনও লিখিত সুপারিশ করেছেন— সোমবার এই প্রশ্ন তুলল তৃণমূল। এই ইস্যুতে রাষ্ট্রপতির কাছে লিখিত ভাবে সুপারিশপত্র পাঠানোর জন্য রাজভবনের উপরে বিজেপি চাপ তৈরি করেছে বলে এ দিন অভিযোগ করেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।নির্দিষ্ট ভাবে কীসের সুপারিশ করার জন্য বোসের উপর চাপ দেওয়া হচ্ছে, সাংবাদিক বৈঠকে তা অবশ্য স্পষ্ট করেননি কুণাল। কোনও ধরনের সুপারিশ আদৌ করা হয়েছে কি না, তা নিয়ে রাজভবনের তরফেও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এ দিন রাজভবন থেকে এক্স-পোস্টে বলা হয়েছে, ‘গত ৯ আগস্ট থেকে পরিস্থিতি মনিটর করছেন রাজ্যপাল। চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের দাবি, নাগরিকদের দাবি-দাওয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণও করেছেন।’

তৃণমূল ভবনে কুণাল এ দিন অভিযোগ করেন, ‘আমাদের কাছে সূত্র মারফৎ খবর আছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্যপালের উপরে চাপ রয়েছে। রাজ্যপাল যাতে লিখিত কোনও বক্তব্য রাষ্ট্রপতিকে জানান, তার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তাঁকে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে। এটা সত্যি না মিথ্যা, রাজ্যপাল তা বলুন।’

স্পষ্ট করে না-বলা হলেও কুণালের বিবৃতিতে রাজভবন থেকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশের ইঙ্গিত রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও গেরুয়া শিবির তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যের কথায়, ‘বিজেপি চাইলে অনেক আগেই এই সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারত। কিন্তু বিজেপি এই রাজনীতি করে না। রাষ্ট্রপতি শাসন লাগু করার রাজনীতি কংগ্রেস করেছে। সেই কংগ্রেস থেকেই তৃণমূলের জন্ম হয়েছে। জনরোষ এই সরকারকে উপড়ে ফেলে দেবে কি না, সেটা সময় বলে দেবে।’

সংবিধান বিশেষজ্ঞদের একাংশ অবশ্য মনে করছেন, বাংলায় এই মুহূর্তে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের কোনও সুযোগ নেই। সংবিধান বিশেষজ্ঞ পিডিটি আচার্যের ব্যাখ্যা, ‘বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ অনেক রাজ্যেই নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু তার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। একান্তই যদি এমন কোনও পদক্ষেপ হয়, তা রাজনৈতিক হঠকারিতা হবে।’

Kunal Ghosh : সিজিও কমপ্লেক্সে কুণাল, আরজি কর সংক্রান্ত কিছু নথি হস্তান্তর CBI-কে

সুপারিশের বিষয়ে কোনও মন্তব্য না-করলেও আরজি করের ঘটনা নিয়ে এ দিন রাজ্য সরকারে সমালোচনা করেছেন রাজ্যপাল বোস। রাজভবনে সোমবার তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। এর দায় কার? নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের প্রধান কাজ। সরকার এই কাজে ব্যর্থ হয়েছে।’ আরজি করের ঘটনায় রাজ্যের পুলিশ-প্রশাসনের উপরে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেও বোসের পর্যবেক্ষণ।

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে ইউএসএ, ইউকে-সহ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসীদের ফোন পেয়েছেনও বলে জানিয়েছেন রাজ্যপাল। পাল্টা তাঁকে কড়া জবাব দিয়েছে তৃণমূলও। কুণালের বক্তব্য, ‘আরজি কর মেডিক্যাল কলেজ নিয়ে সমালোচনা করার আগে রাজভবনে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, যেখানে রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, উনি তার (তদন্তের) জন্য পুলিশের মুখোমুখি হোন। উনি সাংবিধানিক সুরক্ষার আড়ালে না থেকে রাজভবনের দরজা ন্যায়বিচারের জন্য খুলে দিন। তারপর বড় বড় কথা বলবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *