Trinamool Congress,নতুন মিডিয়া কমিটি গঠন তৃণমূলের, দায়িত্ব পেলেন কারা? – trinamool congress made four members media committee


নতুন মিডিয়া কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। চার সদস্যের এই নতুন মিডিয়া কমিটিতে রয়েছেন রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সোমবার এই নতুন মিডিয়া কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। এই কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দলের বক্তব্য জানাবেন।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যে কোনও ইস্যুতে দলের মতামত সংবাদমাধ্য়মের কাছে তুলে ধরবেন শুধুমাত্র এই কমিটির চার সদস্য। এক্ষেত্রে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে চলবেন। শীর্ষ নেতৃত্বের গাইডলাইন মেনে দলীয় বক্তব্য় তৈরি করা হবে। সংবাদমাধ্যমের সঙ্গে দলের তরফে কথাও বলবেন এই চারজন।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের টক শো-তে কোন কোন দলীয় নেতারা যাবেন, কী বক্তব্য রাখবেন সেটাও ঠিক করবে এই চার সদস্যের নতুন এই মিডিয়া কমিটি। সংবাদমাধ্যমের সঙ্গে দলের সমন্বয় বজায় রাখবে এই কমিটি। প্রতিদিনই বিভিন্ন টিভি চ্যানেলে বিতর্কসভার আয়োজন করা হয়। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে দলের বক্তব্য, অবস্থান তুলে ধরতে হয় সেই বিতর্কসভায়। দলের তরফে যাঁরা সেখানে উপস্থিত থাকনে, নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে তাঁরা এক সুরে কথা না বললে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেই কারণেই, দলের তরফে এই মিডিয়া কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।

Trinamool Congress: নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল, নির্যাতিতাকে আনা হলো কলকাতায়
সংবাদমাধ্যমের সামনে দলের কথা তুলে ধরার জন্য বা দলের অবস্থান স্পষ্ট করতে একাধিক মুখপাত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে, সেইসব মুখপাত্ররা কোন বিষয় নিয়ে কথা বলবেন বা বলবেন না, নির্দিষ্ট কোনও ইস্যুতে পার্টি লাইন কী? সেইসব বিষয়ে পথ দেখাবে এই মিডিয়া কমিটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *