Kultali: ফিমেল ওয়ার্ডে পুরুষের দাপাদাপি, উঠল হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন


তথাগত চক্রবর্তী: হাসপাতালের ফিমেল ওয়ার্ডে পুরুষদের দাপাদাপি ৷ শুধু তাই নয়, ওয়ার্ডে ঢুকেই তারা শুয়ে পড়ছেন। এমনকি বসেও থাকছেন আড্ডাও মারছেন ৷ প্রতিবাদ জানিয়েও মিলছে না সুফল ৷ এমনই ছবি ধরা পড়ল কুলতলি ব্লক হাসপাতালে ৷ শুধু মহিলা রুগীরাই নন, নিরাপত্তার অভাবে ভুগছেন কুলতলি ব্লক হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসার সাথে যুক্ত কর্মীরাও ৷ হাসপাতালে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ হাসপাতালের প্রবেশ দ্বারে সিভিক পুলিস মোতায়েন থাকলেও সবসময় তাদের দেখা পাওয়া যায় না ৷ রোগীর সাথেই জোর করে হাসপাতালে ঢুকে যান অনেকেই ৷ রাত-বিরেতেও অচেনা অজানা মানুষের আনাগোনা লেগে থাকে ৷ ফলে আতঙ্কে রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স ও স্বাস্থ্য কর্মীরা ৷

আরও পড়ুন-আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, হাসপাতালে এলেন সিআইএসএফের ডিআইজি
 
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একমাত্র চিকিৎসার অন্যতম ভরসার জায়গা কুলতলি ব্লক হাসপাতাল ৷ প্রতিদিনই দিন ও রাতে বহু মানুষই আসেন চিকিৎসা করাতে ৷ বেশীরভাগ ক্ষেত্রেই রোগীর সঙ্গে একাধিক লোক আসেন ৷ অনেক পুরুষই এসে ফিমেল ওয়ার্ডে বসে বা শুয়েও থাকেন ৷ ফিমেল ওয়ার্ডের রুগীরাই জানাচ্ছেন তারাও আতঙ্কিত ৷ পুরুষদের বেরিয়ে যাওয়ার কথা বলা হলেও তারা শোনেন না ৷ আরজিকরের মত ঘটনা ঘটার পরেও হাসপাতালে এইভাবে ফিমেল ওয়ার্ডে অবাধে পুরুষ ঢুকে যাওয়ার ফলে আতঙ্কিত সকলেই ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক হাসপাতালের নিরাপত্তায় গাফিলতির বিষয়টি মেনে নিয়েছেন। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে সিসিটিভি লাগানো সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। চব্বিশ ঘন্টায় পুলিসি নিরাপত্তা যাতে কঠোরভাবে বলবৎ থাকে সেই বিষয়েও পুলিসের সঙ্গে কথা বলা হবে বলে তিনি জানান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *