Rg Kar Latest News,কী ভাবে তৈরি হবে নিরাপত্তার বেড়াজাল? সুপ্রিম নির্দেশে আরজি করে সরেজমিন সিআইএসএফ-এর ডিআইজির – one cisf team reach to rg kar hospital after supreme court instruction


মঙ্গলবারই আরজি করের সুরক্ষায় জন্য সিআইএসএফ মোতায়েন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পরেই বুধবার সকাল ৯টা নাগাদ হাসপাতালে যায় কেন্দ্রীয় বাহিনী। ছিলেন সিআইএসএফের ডিআইজি। জানা গিয়েছে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের বাইরে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। যদিও সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি সিআইএসএফের ডিআইজি।আরজি কর হাসপাতালের অন্দরেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। সুরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে একাধিক চিকিৎসক কর্মবিরতির পথে হাঁটছেন। আরজি করের ঘটনার পর ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপরেই আরজি করের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়ার পর বুধবার সকালেই সেখানে তাদের একটি টিম পৌঁছয়। কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সিআইএসএফ-এর ডিআইজি। এরপর তিনি হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন-এ প্রবেশ করেন। সূত্রের খবর, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কোথায় কত নিরাপত্তা কর্মীর প্রয়োজন তা নিয়ে কথা বলেন তিনি, সূত্রের খবর এমনটাই। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইএসএফের ডিআইজি বলেন, ‘আমাদের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে পারব না।’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিআরপিএফ-এর দিল্লির এক কর্তা জানিয়েছিলেন, আরজি করের মতো বড় হাসপাতালে ফোর্স ডেপ্লয়মেন্ট করার আগে সেই জায়গাটির অ্যাসেসমেন্ট করার প্রয়োজন রয়েছে। সমস্ত প্রবেশদ্বার, কোথায় কত নিরাপত্তা রক্ষী প্রয়োজন, সেই সব কিছু খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে আরজি করের সুরক্ষা নিশ্চিত করার জন্য কত সংখ্যক সিআরপিএফ মোতায়েন করা হবে? এখন সব নজর সেই দিকেই।

মঙ্গলবারই রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) একটি নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি মেডিক্যাল কলেজ (আরজি কর ছাড়া), জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার উপর নজরদারির জন্য প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে।

এদিকে এ দিন সিবিআই তলবে সাড়া দিয়ে ষষ্ঠবার সিজিও কমপ্লেক্সে যান আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *