Acid Attack : তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ হাওড়ায়, অধরা অভিযুক্ত – acid attack allegation on a girl at howrah belur area


আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ অব্যাহত। মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ। এরমধ্যেই এক তরুণীকে অ্যাসিড হামলার অভিযোগ। ঘটনা হাওড়া জেলার বেলুড় এলাকায়। অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে খবর।বেলুড়ে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ভোটবাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন তরুণী। ওই তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিসিপি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীর ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। ঘটনাস্থলে ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে।

Protest For RG Kar: সন্দেহের জেরে সারা রাত লকআপে যুবক, বাড়িতে জানানোও হয়নি বলে অভিযোগ
অ্যাসিড হামলার ঘটনায় তরুণী গুরুতর জখম হয়েছে। তরুণীর মা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারন সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেপ্তারের দাবি করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পূর্ব পরিচিত। ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *