কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন, দু’-এক দিনের মধ্যে দাম না কমলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার কলকাতায় মাত্র কয়েকটি বাজারে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের আলু বাইরে পাঠানোর সাময়িক অনুমতি দেওয়া হবে। তবে কলকাতার বাজারে আলুর দাম ৩০ টাকার মধ্যে রাখতে হবে।
এক সপ্তাহ পরে ফের এই বিষয়ে রিভিউ মিটিং করা হবে। যদি দেখা যায় দাম নিয়ন্ত্রণে থাকছে না, তা হলে সরকার ফের সেই অনুমতি প্রত্যাহার করবে। ব্যবসায়ীরাও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, খুচরো বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘পাইকারি বাজারের সঙ্গে খুচরো আলুর দামের ফারাক এতটা হওয়ার কথা নয়। কারণ, হিমঘরে চাষিরা ১৮ টাকা কেজি দরে আলু বিক্রি করলেও তা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’
কৃষিমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘হিমঘর থেকে গত কয়েকদিনে আলু তেমন বের করা হয়নি। ফলে বাজারে যোগানে ঘাটতি আছে বলেই ধরে নিচ্ছি। কাল-পরশু থেকে দাম নিয়ন্ত্রণে না এলে ব্যবস্থা নেওয়া হবে।’ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘শুক্রবার থেকে আমরা বাজারে অভিযান চালাব। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’