Rg Kar Medical College,কী ঘটেছিল ওই রাতে? তলব নতুন সুপারকেও – cbi summoned new rg kar medical college new superintendent bulbul mukhopadhyay


এই সময়: আরজি কর হাসপাতালে ৯ অগস্ট রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে জেরার পাশাপাশি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এরই পাশাপাশি বুধবার আরজি করের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও তলব করে সিবিআই।তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সময়ে ওই হাসপাতালের ডিনের দায়িত্বে ছিলেন বুলবুল। ঘটনার পরে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাঁর নেতৃত্বেও ছিলেন তিনি। সে কারণেই বুলবুলের কাছে অনেক তথ্য রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

ঘটনার সময়ে তিনি কোথায় ছিলেন, সে বিষয়েই এদিন তাঁর কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। আরজিকরে তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সঞ্জয় বশিষ্ঠকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজ, বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর, সন্দীপের দেওয়া বয়ান মিলিয়ে দেখার জন্যই হাসপাতালের বাকি কর্তাদের সঙ্গে কথা বলতে চাইছেন গোয়েন্দারা।

RG Kar Case Latest News : আরজি করে ফের ফরেন্সিক টিম, সিজিওতে জিজ্ঞাসাবাদ নতুন সুপারকে

সিবিআইয়ের দাবি, টানা জিজ্ঞাসাবাদ করা হলেও শুরু থেকেই তথ্য গোপন করছেন সন্দীপ। বারবার বদল করছেন নিজের বক্তব্য। ফলে কার তথ্য ঠিক তা খতিয়ে দেখতে অন্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ঘটনার পরে যাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল, এমন ২ জনকে চলতি সপ্তাহে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।

এদিন বেশ কয়েকজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরজি কর হাসপাতালে যায় সিবিআইয়ের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিন ফের ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *