Skip to content
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে পুরো বিশ্ব। প্রতিবাদে পথে নেমেছে সবাই। ডাক দেওয়া মেয়েদের রাত দখল করার। এবার অশোকনগর বাণীপীঠ বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের মুখেও ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই নারকীয় ঘটনার প্রতিবাদ পৌঁছে গেল স্কুলের অলিন্দেও। স্কুল প্রাঙ্গণেই রবীন্দ্র সঙ্গীত গেয়েই অভিনব প্রতিবাদ জানালেন পড়ুয়ারা। তাঁদের সকলের মিলিত কণ্ঠে ‘সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ’-গানে এদিন মুখরিত হয়ে উঠেছিল স্কুল। এদিন স্কুলের শিক্ষিকাদের হাতেও দেখা যায় প্রতিবাদী শ্লোগান লেখা নানা রকম প্ল্যাকার্ড। আরজি করের ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে মেয়েরা কতটা সুরক্ষিত। আসুন দেখে নিন এই ভিডিয়ো।
Source link