Siliguri News: আজব কাণ্ড! চুরি করতে বিমানে চেপে হাজির দুই ‘চোর’ – siliguri theft incident thieves who came by flight arrested by police for details watch video


শিলিগুড়িতে এক হাই এক্সপেন্স চুরির ঘটনা সামনে এল। যেখানে চোর এসেছে বিমানে উড়ে বলে জন গিয়েছে। পাশাপাশি হোটেল ভাড়া করে ঘরে বসে চলেছে চুরির পরিকল্পনা। তবে সেই প্ল্যান মাফিক অপারেশন হলেও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে বামাল সমেত ধরা পড়ল আকাশপথে উড়ে চুরি করতে আসা দুই চোর। চুরির ২৪ ঘণ্টার মধ্যেই ২ চোরকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। একজন এসেছিলেন আসানসোল থেকে আরেকজন হুগলির বাসিন্দা। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *