Rajanya Halder: ‘রাত দখল আন্দোলন আর অরাজনৈতিক নেই’, রাম-বামকে ঠুকে দাবি রাজন্যার – tmc leader rajnya halder said reclaim the night protest become political now


ছবি ব্যবহার করে অশালীন পোস্ট ও ধর্ষণের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন নিয়েও এবার মন্তব্য করলেন তিনি। অরাজনৈতিক মহিলাদের আন্দোলনে রাজনীতির চোরাস্রোত ঢুকে পড়ছে বলে মত তাঁর।ন্যায্য বিচার চেয়ে মহিলাদের ‘রাত দখল’-এর অরাজনৈতিক আন্দোলন আর অরাজনৈতিক নেই, অনেক জায়গাতেই এই আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে পড়ছে বলে দাবি করলেন তিনি। আগামী ২৮ অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মধ্যমগ্রামে ছাত্র সমাবেশের এক প্রস্তুতি সভা মঞ্চ থেকে এমন কথাই বলতে শোনা গেল তৃণমূল যুব নেত্রীকে।

রাজন্যা বলেন, ‘যখন দুঃসময়ে কেউ পাশে থাকে না তখন এই মানুষগুলি মানুষের পাশে থাকেন। আর জি করে যে কাণ্ড ঘটেছে তার জন্য সবার প্রথমে যদি কেউ আওয়াজ তুলে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই বলেছিলেন যারা এই ঘৃণ্য অপরাধ করেছে, তাদের ফাঁসি হওয়া দরকার।’ এরপরেই তাঁর বক্তব্য, ‘এই প্রতিবাদের পোস্টারে দেখা গেল কাস্তের মতো চিহ্ন, ডিওয়াইএফআই-এর পতাকা, ইনক্লাবের স্লোগান। এটা কিছুতেই অরাজনৈতিক আন্দোলন হলো না। এক্ষেত্রে রাম-বাম পুরো জোট বেঁধে নিয়েছে।’

Rajanya Haldar: সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, পুলিশে অভিযোগ রাজন্যার

তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করে বাংলাদেশ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। যা এ রাজ্যে সম্ভব নয় বলেও জানিয়ে দেন যুবনেত্রী। ছাত্র সমাবেশে যাতে তৃণমূল কর্মীরা যোগ দিয়ে শাসকদলের শক্তি তুলে ধরতে পারেন সে বিষয়েও বার্তা দেওয়া হয় এদিনের প্রস্তুতি সভা থেকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের বার্তায় শুরু হল নতুন বিতর্ক
সভামঞ্চ থেকে সায়ন্তিকা বলেন, ‘বিরোধী দলগুলি যেন মূর্খের দল। কিছু না জেনেই ফেক নিউজ ফেক ভিডিয়ো ছড়িয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। আরজিকর কাণ্ডে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে যে আর্থিক সাহায্যের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী তা তিনি নিজে থেকে দেননি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ ধরনের কোনও ঘটনা ঘটলে এই টাকা বরাদ্দ করার নিয়ম রয়েছে। সিবিআই পূর্বের কেস গুলির মত কি আরজি করে ঘটনাও কি কোন নিষ্পত্তি হবে না? সেই প্রশ্ন তোলেন বরানগরের তৃণমূল বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *