সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, শহরে চলাচল করা সমস্ত অটো এবং টোটো নীল ও হলুদ রঙের করা হবে। এইসব পৃথক রঙের অটো ও টোটো জোড়-বিজোড় পদ্ধতিতে শহরে চলাচল করবে। এর পাশাপাশি প্রতিটি অটো ও টোটোর রেজিস্ট্রেশন করা হবে। ১৮ বছরের কম বয়সী কাউকে অটো ও টোটো চালাতে দেওয়া হবে না।
নেশাগ্রস্থ অবস্থায় অটো ও টোটো চালানো যাবে না। অটো এবং টোটোয় অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। পাশাপাশি চালকের আসনের ডানদিকে যাত্রী বসানো যাবে না। প্রত্যেক অটো ও টোটোর মালিক ও চালকের ফোন নং ও ঠিকানা পুরসভায় লিপিবদ্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কোনও চালককে অটো ও টোটো চালাতে দেওয়া হবেনা।
পুরসভা থেকে অটো-টোটোর রুট এবং ভাড়া নির্ধারিত করে দেওয়া হবে। যেখানে সেখানে অটো -টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলা যাবে না। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, শহরের যানজট দূর করতে একাধিক পদক্ষেপের পাশাপাশি অনিয়ন্ত্রিত ভাবে চলাচল করা অটো-টোটোকে একটা নিয়মের মধ্যে আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে এই নিয়ে দুটি বৈঠক হয়েছে। আগামী ২৭ আগষ্ট এই নিয়ে চূড়ান্ত বৈঠক হবে। বলে জানান অভয় দাস। তবে পুরসভার সিদ্ধান্তের বাইরে কাউকে অটো টোটো চালাতে দেওয়া হবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন অভয় দাস।