Bardhaman Murder Case,প্রেমে টানাপোড়েনের কারণেই চরম পরিণতি, বর্ধমানে আদিবাসী তরুণী খুনে প্রকাশ্যে নয়া তথ্য – bardhaman murder case police says there might be a chance that main accused know victim earlier


সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন বর্ধমানের নান্দুর ঝাপানতলার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদা, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এল এমনটাই। শনিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইতিমধ্যেই মূল অভিযুক্ত অজয় টুডু (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে পাঁশকুড়া থেকে। প্রিয়াঙ্কা অজয়ের পূর্বপরিচিত। সম্পর্কে টানাপোড়েনের কারণেই খুন হতে হয় প্রিয়াঙ্কাকে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনটাই। অজয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। প্রসঙ্গত, গত ১৪ অগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে ৫০ মিটার দূরে সব্জি ক্ষেতের পাশ থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার দেহ। গলার নলি কেটে হত্যা করা হয় তাঁকে। এই ঘটনায় ১০ দিনের মাথায় অজয়কে গ্রেপ্তার করে পুলিশ।

কিন্তু, কেন খুন করা হল প্রিয়াঙ্কাকে?

পুলিশ সূত্রে খবর, দুই বছর আগে বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন প্রিয়াঙ্কা। গত ১২ অগস্ট গ্রামে ফেরেন তিনি। সেই সময়ই অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। সম্পর্কের তিক্ততার কারণেই অজয় প্রিয়াঙ্কাকে খুন করে বলে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয় অজয়ের। কিন্তু, সম্প্রতি প্রিয়াঙ্কা সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু, রাজি হয়নি অজয়। ১৪ অগস্ট ট্রেনে ডেবরা থেকে গাংপুরে আসে অভিযুক্ত। প্রিয়াঙ্কাকে ফোন করে ক্ষেতের মধ্যে দেখা করতে ডাকে এবং সেখানেই তাঁকে খুন করে বলে সন্দেহ পুলিশের।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘প্রথমে ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল(সিট) গঠন করা হয়েছিল। কিন্তু, পরে তাতে মোট ২১ জনকে যুক্ত করা হয়। অন্যান্য জেলার পুলিশও সাহায্যের জন্য এগিয়ে আসে। ঘটনার ১০ দিনের মাথায় অজয় টুডুকে গ্রেপ্তার করা হয় এবং পাঁশকুড়া থেকে নিয়ে আসা হয়। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে। তাকে ১০ দিন পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।’ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করছেন তিনি। আমনদীপ আরও বলেন, ‘আমি গত পাঁচ-ছয় বছরের কেরিয়ারে এই ধরনের ঘটনা দেখিনি যেখানে অভিযুক্তকে ধরতে অন্যান্য জেলার পুলিশ এভাবে সাহায্য করেছেন।’

Purba Bardhaman Police: বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনের ঘটনার কিনারা, গ্রেপ্তার ভিন জেলার যুবক

যদিও অজয়ের গ্রেপ্তারিতে খুশি নন প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা। প্রিয়াঙ্কার মা বলেন, ‘আমি চাই মেয়ের খুনির ফাঁসি হোক। মেয়ে অজয় টুডুর নাম কোনওদিন করেনি। আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *