ইতিমধ্যে দফায় দফায় রাজ্য সরকারের তরফে কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কোনও হাসপাতালের প্রশাসনিক পদে রাখা যাবে না বলে আবেদন জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়ে দেন তাঁকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয়েছে। চিকিৎসকের কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারেও আবেদন জানান তিনি।
অন্যদিকে, আন্দোলনরত চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে যায়। আরজি করে ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে, সে সম্পর্কে সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু, আদালতের পর্যবেক্ষণে তদন্ত চলছে বলে আরজি করে চিকিৎসকদের তদন্ত সম্পর্কে বিশেষ কিবহু জানানো হয়নি। সিবিআই দপ্তর থেকে বেরিয়েও কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার কথাই জানান চিকিৎসকরা।
এরপর শনিবার স্বাস্থ্যভবনের শীর্ষ করার গিয়েও একপ্রস্থ চেষ্টা চালায়। কিন্তু, অনড় আরজি করে চিকিৎসকরা। এর আগে আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার সময় দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের অপসারণ করার দাবি জানিয়েছিলেন আরজি করে চিকিৎসকরা। স্বাস্থ্যভবনে সেই ব্যাপারে আবেদন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই পড়ুয়াদের দাবি মেনে সুপার, নতুন অধক্ষ্য সহ একাধিক অধিকারিদকের সরিয়ে দেওয়া হয়। তবে, বিচারের আশায় এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন চিকিৎসকরা।