Janmashtami 2024: ‘গোপু’কে সাজাতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে – janmashtami 2024 people gathering in bankura chawk market to buy gopal dress and accessories watch video


২৬ অগস্ট রয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। গোপালকে সাজাতে সর্বত্র শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বাড়ির গোপালের জন্য সাজ-পোশাক কিনতে সকাল থেকে রাত্রি বাঁকুড়া শহরের চক বাজারের দোকান গুলিতে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেল। বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বারের তুলনায় এবার গোপালের সাজ-পোশাকের চাহিদা যেমন বেশি, তেমনই নিত্য নতুন দোলনা, মাখন হাঁড়ি, বৃন্দাবনী জামা, বাঁশি, হার, নুপুর সহ নানা ধরনের অলংকারের সম্ভারও পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে। বাজারে কেনাকাটা করতে আসা বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গে আমরা এই সময় ডিজিটাল কথা বললাম। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *