এ বছর বর্ষা শুরু হতেই যেভাবে ওই জাতীয় সড়কে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাতে। কয়েক কোটি টাকার ক্ষতি শুধুমাত্র পর্যটন ব্যবসাতেই হয়েছে বলে সূত্রের খবর।
ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি-সিকিম, শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘুরপথে সিকিম ও কালিম্পং যেতে হয়। তার ফলে পর্যটনেও ক্ষতি হয়েছে। অনেকেই ট্যুর বাতিল করেন। দু’দিন আগে কালিম্পং জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, আপাপাতত ছোট গাড়ি ও ৩২ আসনের ছোট বাস চলাচল করতে পারছে। হিমালয়ান হসপিট্যালিটি অ্যাণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান, ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলে পর্যটনেও প্রভাব পড়ে। সামনেই পুজোর মরশুম। ফলে চিন্তা রয়েছে।
এদিকে জাতীয় সড়কে এখনও নানা জায়গায় কাজ চলছে। যা শেষ করতে আরও একমাসেরও বেশি সময় লাগতে পারে বলে খবর। বিশেষ করে সেলফিদারা, বিরিকদারা সহ বেশ কয়েক জায়গায় এ বছর বিশাল ধসের ফলে জাতীয় সড়ক প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। তবে আর ভারী বৃষ্টি না হলে নতুন করে ধস পড়ার সম্ভবনা নেই বলেই মনে করা হচ্ছে।