১৫ বছর পেরিয়ে গেলেও স্বাস্থ্য ভালো থাকলে সে বাসকে স্ক্র্যাপ তকমানা দিয়ে রাস্তায় চালানোর আর্জি নিয়ে আদালতে যেতে চলেছে রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর রেখেই এই উদ্যোগ বলে জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মোতাবেক, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ তুলে নিতে হয়। ১৫ বছর পর যে সমস্ত বাস ‘ফিট’ রয়েছে সেগুলি চলাচলের অনুমতি দেওয়া হোক, সম্প্রতি বাস মালিকদের একাংশ এই দাবিতে কড়া নেড়েছিলেন রাজ্যের পরিবহণ দপ্তরে। এবার এই বিষয়ে আদালতের দরজায় কড়া নাড়ার কথা চিন্তা করছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।