Nabanna Abhijan,‘ওরা বলছে বডি চাই’, নবান্ন অভিযানের পেছনে ‘গভীর ষড়যন্ত্র’-এর দাবি তৃণমূলের – tmc showed conspiracy of bjp behind nabanna abhijan campaign on tuesday


‘নবান্ন চলো’ অভিযানের ডাক দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। যাঁরা এই অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই ‘লাশ চাই’ বলে আলোচনা করছেন। এরকমই দুটি গোপন ভিডিয়ো দেখিয়ে ( যাচাই করেনি এই সময় ডিজিটাল) বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ।আগামী মঙ্গলবার, ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। কিন্তু, এই নবান্ন অভিযানের পেছনে’ বড় চক্রান্ত’ রয়েছে বলে দাবি করা হল তৃণমূলের তরফে। সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘একটা বড় চক্রান্ত চলছে আগামীকালের মিছিলকে কেন্দ্র করে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’

তৃণমূলের দাবি, এই অভিযানের পেছনে আরএসএস সহ বিভিন্ন সংগঠনের হাত রয়েছে। গুলি চালানোর জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। কাউকে প্ররোচনায় পা না দেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয় তৃণমূলের তরফে।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, নতুন করে একটি সংগঠন ছাত্র সমাজ নাম দিয়ে এই অভিযানের ডাক দিয়েছে। কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিজেপি, আরএসএস এই অভিযানের পেছনে সহযোগিতা করছে। এমনকী, ছাত্র সমাজের যে তিনজন ব্যক্তি সামনে এসেছেন, তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার।

নবান্ন অভিযানে থাকবেন? ধন্দ চাকরিপ্রার্থীদের মধ্যেই
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবি তুলে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তবে, এই মিছিল আদতে বেআইনি এবং অবৈধ বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূলের দাবি, এই মিছিলে বাইরে থেকে লোক আনা হতে পারে। এমনকী, পুলিশের পোশাক পরিয়ে এই মিছিলে লোক ঢোকানো হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। কুণাল বলেন, ‘আপনারা যদি হলেন জাস্টিস ফর আরজি কর, তাহলে আমাদেরও একই স্বর। কিন্তু, যদি বলেন রিজাইন মমতা, তাহলে আমরা বলব, ময়দানে বুঝে নেবে জনতা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *