আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার দ্রুত ন্যায়বিচার চেয়ে ২৫ অগস্ট, রবিবার শহরের পথে নেমেছিলেন ছোটপর্দার শিল্পীরা। প্রতিবাদে সামিল হয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নয় এর আগেও বহুবার প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে তাঁকে। ছেলে বড় হচ্ছে, ছোট থেকে কোন শিক্ষায় বড় হলে পরিবর্তন আনা সম্ভব (Rahul Arunoday Banerjee)। এই নিয়ে রাহুল বলেন, সমাজের সকল স্তরের মানুষের মনুষ্যত্বই পরিবর্তন আনতে পারবে আগামীদিনে। রবিবার ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে হেঁটেছেন রুকমা রায়, শ্রীতমা রায়চৌধুরী, সুমন বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, শ্রুতি দাস, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।