মানা হবে না প্রস্তাবিত বনধ, সরকারি কর্মীদের হাজিরা নিয়ে নির্দেশ নবান্নের – nabanna says there will be no impact of bangla bandh government employees have to join office


বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি কর্মীদের হাজিরা স্বাভাবিক রাখতে হবে, নবান্নের নির্দেশ এমনটাই।

ঠিক কী বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা এ দিন বলেন, ‘ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সুবিচার আমরা সকলেই চাই। এখন ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। তাদের কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুত তদন্ত চাওয়ার অধিকার সকলের রয়েছে। কিন্তু, আজ মহানগর এবং কাল বাংলাকে স্তব্ধ এবং অচল করার যে চেষ্টা হচ্ছে তা সমর্থনযোগ্য নয়।’তিনি আরও বলেন, ‘ছাত্র-ছাত্রীদের পরীক্ষা, পড়াশোনা চলছে। শারদ উৎসবের জন্য কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী থেকে শুরু করে বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবার উপর প্রভাব। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে, আগামীকালের প্রস্তাবিত বনধ মানা হবে না। সকলের কাছে অনুরোধ এই বনধে অংশ নেবেন না।’

নবান্নের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, বুধবার কোনও ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না সরকারি কর্মীরা। সমস্ত সরকারি এবং সরকার পোষিত সংস্থা খোলা থাকবে এবং হাজিরা স্বাভাবিক রাখতে হবে। যদি কেউ এ দিন অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তা তাঁদের ক্ষেত্রে ‘ডাইস নন’ হিসেবে বিবেচিত হবে এবং ওই দিনের বেতন তাঁরা পাবেন না।

তবে কয়েকটি ক্ষেত্রে নিয়মে ছাড় রয়েছে। সেগুলি হল-কোনও সরকারি কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে কারও মৃত্যু হলে, গুরুতর অসুস্থ হলে , আগে থেকে ছুটিতে থাকলে এবং ২৭ অগস্টের আগে চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ এবং আর্নড লিভ নেওয়া থাকলে এই নির্দেশ প্রযোজ্য হবে না।

মুখ্যমন্ত্রী ধমক দিতেই ৫ লাখ টাকা কমলো নবান্নের বিদ্যুৎ বিল

বুধবার বিজেপির ডাকা বনধের দিন রাজ্যজুড়ে জনজীবন সচল ও স্বাভাবিক রাখা হবে বলেও বার্তা নবান্নের তরফে। সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, অফিসে স্বাভাবিকভাবে আসতে হবে। দোকান খোলা থাকবে এবং সেই জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে সমস্ত আইনানুগ ব্যবস্থা করবে সরকার, আশ্বাস আলাপনের। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *