নবান্ন অভিযান-এর আগেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে গ্রেপ্তার ৩ বিজেপি নেতা। সোমবারই তাঁদের আটক করেছিল পুলিশ। এই তিন নেতার বেশ কিছু ভিডিয়ো (যাচাই করেনি এই সময় অনলাইন) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, নবান্ন অভিযান নিয়ে উস্কানিমূলক কথাবার্তা শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। ‘বডি পড়বে’, ‘বডি না হলে মোড় ঘুরবে না’ এরকম নানা হুমকি শোনা গিয়েছিল তাঁদের মুখে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।নবান্ন অভিযানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ৩ বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় ও বাবলু গঙ্গোপাধ্যায়, চন্দ্রকোনার মণ্ডল বিজেপির সভাপতি বিপ্লব মালের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োতে ওই বিজেপি নেতাদের বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। একাধিকবার তাঁদের মুখে ‘বডি চাই’, ‘বডি পড়বে’ এরকম কথাবার্তা বলতে শোনা যায়। ভিডিয়ো প্রকাশের পরেই ৩ বিজেপি নেতাকে ঘাটাল থানায় নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই ওই বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হয় সোমবার রাতে। ধৃতদের আজ, মঙ্গলবার ঘাটাল আদালতে তোলা হবে। উস্কানিমূলক বক্তব্য সহ আরও বেশ কয়েকটি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
নবান্ন অভিযানের পেছনে ‘বড় চক্রান্ত’ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল। এমনকী, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে যে সংগঠনের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম সারির একজন শুভঙ্কর হালদার নিজে আরএসএস-এর সদস্য বলেও মেনে নেন। এই মিছিলের পেছনে বিজেপি ও আরএসএসের প্রচ্ছন্ন মদত রয়েছে বলেও জানানো হয় তৃণমূলের তরফে।। নবান্ন অভিযানকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
নবান্ন অভিযানের পেছনে ‘বড় চক্রান্ত’ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল। এমনকী, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে যে সংগঠনের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম সারির একজন শুভঙ্কর হালদার নিজে আরএসএস-এর সদস্য বলেও মেনে নেন। এই মিছিলের পেছনে বিজেপি ও আরএসএসের প্রচ্ছন্ন মদত রয়েছে বলেও জানানো হয় তৃণমূলের তরফে।। নবান্ন অভিযানকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এর মাঝেই সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি গোপন ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিয়োয় এই বিজেপি নেতাদের দেখা গিয়েছে বলে দাবি করা হয়। এরপরেই বিজেপির সমবায় কর্মী সংগঠনের রাজ্য নেতা সৌমেন চট্টোপাধ্যায়, ঘাটাল থানার খড়ার পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় সহ তিন বিজেপি নেতাকে আটক করা হয়েছিল। তাঁদেরই পরে গ্রেপ্তার করা হল।