পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিলে অংশগ্রহণকারীরা। আজ শহরের বিভিন্ন দিক থেকে একাধিক মিছিলের অভিমুখ ছিল নবান্ন। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আজ শহর কলকাতা জুড়ে। মিছিল রুখতে জলকামান থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয় কলকাতা পুলিশের তরফে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে। নবান্ন অভিযান ঘিরে অশান্ত শহরের একাধিক জায়গা। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার অর্থাৎ ২৮ অগস্ট ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি চক্রান্ত করে বাংলা বন্ধের ডাক দিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।