Nabanna Campaign,নবান্ন অভিযানে গণ পরিবহণ স্বাভাবিক, আশ্বাস বিভিন্ন সংগঠনের – private organizations plan to keep public transport normal of nabanna campaign today


এই সময়: অবস্থা বুঝে ব্যবস্থা। আজ বিভিন্ন সংগঠনের নবান্ন অভিযানের আবহে এমনটাই মূল মন্ত্র শহর ও শহরতলির বেসরকারি গণ পরিবহণের। বাস, মিনিবাস এবং অ্যাপ ক্যাব পরিষেবা অন্য দিনের মতোই স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে বেসরকারি সংগঠনগুলির। তবে সবটাই নির্ভর করছে শহরের বিভিন্ন প্রান্তের আইন-শৃঙ্খলার অবস্থার ওপর।শহরের মধ্যেস্বাভাবিক পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেই আজ পথে বাস ও মিনিবাস নামাতে চলেছেন বেসরকারি বাসচালকরা। তবে শেষ পর্যন্ত কতটা স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব হবে সেটা নির্ভর করবে রাস্তার অবস্থার ওপরেই। বেসরকারি বাস মালিকদের সংগঠন অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। সোমবার দুপুরের পরে আমরা পুলিশের থেকে নির্দেশ পেয়েছি হাওড়া স্টেশন-সংলগ্ন এলাকায় বাস রাখা নিয়ে। ওই জায়গায় যদি শেষ পর্যন্ত বাস না রাখা যায় তাহলে হাওড়া ব্রিজ পেরিয়ে যে বাস কলকাতায় ঢোকে তা চলাচলে সমস্যা হতে পারে।’

একই রকম ভাবে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যে বাসগুলো যাতায়াত করবে, তা কতক্ষণ পর্যন্ত চালানো সম্ভব হবে সেই বিষয় নিয়েও ধোঁয়াশা রয়েছে। বাস মালিকদের অন্য একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রদীপনারায়ণ বসু বলেন, ‘১০ অগস্ট থেকে প্রায় প্রতিদিনই সন্ধেয় শহরের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে। সুতরাং কোথায় যে বাস আটকে যাবে সেটা আগে থেকে বলা কঠিন। আমরা যথাযথ পরিষেবা দেওয়ার পরিকল্পনাতেই আছি।’

RG Kar Protest: সিটুর ক্যাব-মিছিল ঘিরে তরজায় বিজেপি-তৃণমূল!

অনলাইন ক্যাব পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে তুলনায় অনেকটাই আত্মবিশ্বাসী অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অ্যাপ ক্যাব পরিষেবা স্বাভাবিক থাকবে। কোনও রাস্তায় সমস্যা থাকলে ক্যাব সেই রাস্তা এড়িয়ে চলবে।’

পথের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় ভরা দিনে পুরোপুরি স্বাভাবিক পরিষেবার আশ্বাস দিয়েছে কলকাতা মেট্রো। আজ তাই নিত্যযাত্রীদের একটা বড় অংশই শহরের ‘লাইফ লাইনের’ ওপর অনেকটাই নির্ভরশীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *