Bangla Bandh,বনধে প্রভাব নেট পরীক্ষায়? সংশয়ে পরীক্ষার্থীরা – ugc net candidate skeptical about bjp bangla bandh today


এই সময়: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র ডাকা মঙ্গলবারের নবান্ন অভিযানের কারণে ইউজিসি নেট দিতে পারেননি কলকাতা ও হাওড়ার অনেক পরীক্ষার্থী। আজ, বুধবার আবার বিজেপি-র ডাকে বাংলা বন্‌ধ। বুধবার ইকনমিক্স, বিজ়নেস ইকনমিক্স, জিওগ্রাফি এবং মিউজ়িওলজি অ্যান্ড কনজ়ারভেশন-সহ গুচ্ছ বিষয়ে ইউজিসি-র নেট আছে। ফলে রাজ্যের বহু পরীক্ষার্থী আজও পরীক্ষায় বসার ব্যাপারে সংশয়ী।নেট পরীক্ষার্থী মুর্শিদাবাদের স্বাতী উন্বেষা খাতুন থাকেন দমদমে। বুধবার তাঁর সেন্টার পড়েছে সল্টলেকে। জানিয়েছেন, এক বন্ধুর সঙ্গে ট্রেনে বিধাননগরে পৌঁছে অটোয় পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করবেন। কলকাতা ও শহরতলির বহু বেসরকারি স্কুলই মঙ্গলবারের মতো বুধবারও ছুটি ঘোষণা করেছে। অনেক স্কুলই অনলাইন ক্লাসে শিফট করেছে।

কিছু স্কুল বুধবার নির্ধারিত সেকেন্ড সামেটিভ পরীক্ষা বাতিল করেছে। প্রশ্ন ফাঁসের কারণে এ বার ইউজিসি নেট-এর দিন বদল করা হয়েছিল। ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছড়িয়ে রয়েছে পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরুর দু’ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কথা। মঙ্গলবার হাওড়া ও কলকাতার অনেক পরীক্ষার্থীই বাড়ির বাইরে বেরোতে ভরসা পাননি।

নবান্নর কাছেই বাড়ি ফিলোজ়ফির নেট পরীক্ষার্থী শ্রেয়সী ঘোষের। তাঁর কথায়, ‘আমার পরীক্ষাকেন্দ্র সল্টলেকের সেক্টর ফাইভে। সোমবার রাতে ও এ দিন সকালে বাড়ির চারপাশের পরিস্থিতি দেখে বাবা-মা বাড়ির বাইরে যেতে দিতে ভরসা পাননি।’ শ্রেয়সীর মতো প্রার্থীদের আবার নতুন করে সামনের বছর আবেদন করতে হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বুধবার স্নাতকোত্তরে চতুর্থ সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন, পরীক্ষা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা ও এমটেক-এ ভর্তির স্পট অ্যাডমিশন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক দেবব্রত দাস বলেন, ‘এখন বিভিন্ন বিষয়ে পিএইচডি-র ভাইবা চলছে। মঙ্গলবার রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও বিজ্ঞপ্তি দেয়নি। সবার মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবার রাজ্য সরকার উপস্থিত থাকতে হবে বলে নির্দেশিকা জারি করেছে। কিন্তু, বন্‌ধে কতজন ভাইবা দিতে উপস্থিত হতে পারবেন, তা নিয়ে সংশয় আছে।’

Nabanna Abhijan: ‘ছাত্র সমাজের’ অভিযানে চিন্তায় নেট-মুখী পড়ুয়ারা, পিছোতে হচ্ছে পরীক্ষাও

প্রিন্স আনোয়ার শা রোডের রামমোহন মিশন হাইস্কুল, ডিপিএস হাওড়া এবং এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বুধবার ছুটি ঘোষণা করেছে। রামমোহন মিশনের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস বলেন, ‘বন্‌ধ ডাকলে পড়ুয়াদের বাবা-মায়েরা অনিশ্চয়তায় পড়েন। তাঁদের উদ্বেগকে মাথায় রেখেই ক্লাস বন্ধ রাখা হয়েছে।’

মডার্ন হাইস্কুলও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সুশীলা বিড়লা, জিডি বিড়লা, ডিপিএস রুবী পার্ক, লা মার্টস ফর বয়েজ় অ্যান্ড গার্লস স্কুলও আজ অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। হুগলির চন্দননগরের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল বুধবার নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এ দিন ১২০০-র মধ্যে মোটে ৫০ জন পড়ুয়া এসেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *