Mamata Banerjee On Nabanna Abhijan: বাইরে থেকে এসে বাংলাকে অশান্ত করার চেষ্টা? হুংকার মমতার – cm mamata banerjee claims outsiders joined in nabanna abhijan from trinamool chhatra parishad rally watch video


তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নবান্ন অভিযান নিয়ে গর্জে উঠলেন তিনি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। আর তা ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায় (Mamata Banerjee)। আর এই অভিযানে বহিরাগতরা অশান্তি ছড়াতে এসেছিল বলে দাবি করলেন তিনি। বহিরাগত প্রশ্ন তুলেই কার্যত সবাইকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী (Nabanna Abhijan News)। তিনি বলেন, ‘ছবিতে আমরা দেখেছি, ডেড বডি নিতে এসেছিল কাল। পুলিশ সংযত ছিল।’ আর কী কী বললেন এদিনের সভা থেকে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *