আজকের আবহাওয়া: হাওয়া বদল বঙ্গে, দক্ষিণের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা – kolkata weather update on 29 august rainfall will decrease at south bengal


বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়ে অবশেষে পরিষ্কার আকাশ দেখবে শহরবাসী। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিনে বৃষ্টি ভাসিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে। তবে, বৃহস্পতিবার মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে রাজ্যে।

তবে, নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী ২৪ ঘণ্টায়। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা কম বাংলায়। এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বাংলায়। এর পাশপাশি বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি থেকে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে?

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ পাঁচ জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বৃষ্টি হবে। গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। আগামী ২৯ অগাস্ট এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে।

Rain In Kolkata: বঙ্গোপসাগরে নিম্নচাপ, এ বার রেহাই বাংলার
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় বৃহস্পতিবার কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দুপুর ও বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলত, এই সপ্তাহে আগামী কয়েকদিন কমবে বৃষ্টির পরিমাণ। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। পাশপাশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৮ শতাংশ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *