India-Bangladesh Border: সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে হত বাংলাদেশি – a bangladeshi lost life on bsf jawans shootout in india bangladesh border of north dinajpur district


বিএসএফ জওয়ানদের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা চৈনগর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।বিএসএফের সূত্রের খবর, বুধবার গভীর রাতে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের তা নজরে আসে। জওয়ানরা ওই বাংলাদেশিদের অনুপ্রবেশে বাধা দেয়। কিন্তু বিএসএফের বাধা উপেক্ষা করেই কাঁটাতার টপকে এদেশে ঢোকার চেষ্টা করেন বাংলাদেশিরা। বিএসএফ গুলি চালালে তা লাগে এক মাঝ বয়সি ব্যক্তির গায়ে। জওয়ানরা গুলি চালাচ্ছেন দেখে বাকিরা পালিয়ে যান।

গুলিবিদ্ধ বাংলাদেশিকে বিএসএফ পরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সীমান্তে যায় হেমতাবাদ থানার পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।
গবাদি পশু আটকাতে কাঁটাতার বিএসএফের, ‘বাধা’ বিজিবি-র
উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। প্রায় প্রতিদিনই লুকিয়ে চুরিয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢোকার চেষ্টা হয় বলে সূত্রের খবর। চোরাচালানেও যুক্ত থাকেন অনুপ্রবেশকারীরা।

অনেক ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের হামলার মুখে পড়তে হয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। বিএসএফের দাবি, অনুপ্রবেশকারীদের প্রথমে সতর্ক করা হয়। নিষেধ না শুনলে বা হামলা প্রতিহত করতে গুলি চালাতে হয়। হেমতাবাদের ঘটনার ক্ষেত্রেও জওয়ানরা বাধ্য হয়ে গুলি চালিয়েছেন বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা।

মৃত বাংলাদেশি পরিচয় জানার চেষ্টা করছে হেমতাবাদ থানার পুলিশ ও বিএসএফ। যোগাযোগ করা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *